ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি জমিতে পুকুর তৈরি, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি জমিতে পুকুর তৈরি, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে তিন ফসলি জমি খনন করে পুকুর করা হচ্ছে। মাটি বিক্রি হচ্ছে ইটভাটায় এতে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। আজ রোববার (১২ জানুয়ারি) সরজমিনে দেখা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে একটি ভিটা জমি থেকে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছে। মাটিগুলো এক সাথে ৮ থেকে ৯ টি ট্রাকে করে যাচ্ছে ইটভাটায়। গ্রামের লোকজনের অভিযোগ, গত চারদিন ধরে মাটি কাটা হচ্ছে। মাটি বহনের ট্রাকের চাকায় গ্রামীণ কাঁচা সড়ক নষ্ট হচ্ছে।

এই সড়ক দিয়ে চার গ্রামের লোকজন চলাচল করেন। বর্ষা মৌসুমে সড়ক দিয়ে চলাচলের দুর্ভোগ পোহাতে হবে এমন আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বকুল মিয়া মাটি খনন করে পুকুর করেছেন।

বকুল মিয়া জানান, জমিটির মালিক রাধাকান্ত গ্রামের আবু সুফিয়ানের কাছ থেকে ৪০ শতক জমিটির ১২ ফুট গভীর পর্যন্ত মাটি কিনে নেন এবং সেই মাটি স্থানীয় একটি ইটভাটায় যাচ্ছে। এক প্রশ্নের উত্তরে বকুল জানান, সব কিছু ঠিকঠাক করেই তিনি মাটি খনন করছেন।

আরও পড়ুন

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোতালেব জানান, মাটি বহনের ট্রাকের চাকায় গ্রামীণ কাঁচা সড়ক নষ্ট হচ্ছে। এমন অভিযোগ শোনার পর মাটি কাটতে নিষেধ করা হয়েছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারোয়ার পারভেজ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়েব্যবস্থা নিবেন বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ওই স্থানসহ পাশে ময়দাহাটা, কিচক, আটমূল ইউনিয়নের ৭ থেকে ৮ স্থানে একইভাবে ফসলি জমি পুকুর করা হচ্ছে। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, কোনক্রমে ফসলি জমি থেকে মাটি কাটতে দেওয়া যাবে না। তিনি খোঁজখবর নিয়েআইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি

বগুড়ায় শ্রমিক সংকটে ধান কাটা-মাড়াই নিয়ে দুঃশ্চিতায় কৃষক

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে