ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

তোপের মুখে পোস্ট সরালেন নচিকেতা

নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী।

বিনোদন ডেস্ক : ‘আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত একটাই কারণে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আমি-আপনি ক্ষতিগ্রস্ত হব।’

নিজের ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছিলেন পশ্চিমবঙ্গে নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। ওই স্ট্যাটাসের সূত্র ধরে সংবাদও প্রকাশ কয়েছেন ভারতীয় শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম।

স্ট্যাটাসে এ বিশ্বাস নামে একজন লেখেন ‘এসব নচিকেতাদের জন্য গতকাল পশ্চিমবঙ্গের এই অবস্থা’।

সোমনাথ ঘরামী লিখেছেন,‘এই মানুষটাকে একসময় শিল্পী ও মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম,এখন মানুষ হিসেবে ঘৃণা করি।’

প্রেম কুমার বিশ্বাসের মন্তব্য ‘যখন সাধারণ মানুষকে গুলি করে মারলো তখন কোথায় ছিলে। ’

আরও পড়ুন

এরকম হাজারো প্রতিক্রিয়ায় ভরে যায় মন্তব্যের ঘর। এরপরই তোপের মুখে পড়েন এই কণ্ঠশিল্পী । পরে বাধ্য হয়ে স্ট্যাটাসটি সরিয়ে নেন নচিকেতা। এদিকে ভারতে কাশ্মীরে হামলার পর ভারত- পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বেড়ে যায়। এরপর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয়রা যাকে বলছে ‘অপারেশন সিঁদুর’। এতে সব মিলিয়ে দুই দেশেই ঘটেছে হতাহতের ঘটনা।

এসকল ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব কয়টি যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ নাকি ‘স্পন্সর’ করা! আমি প্রমাণ করে দেব।’ গায়কের মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

তার কথায়, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্ততকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’ আর প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

বহুল আলোচিত ‘রমনা বোমা হামলা’ মামলার রায় ঘোষণা শুরু

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহ

নাটোরের দত্তপাড়া থেকে মানুষের কাটা হাত উদ্ধার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

এটিএম আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু