ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

দুই দশক ধরে শিক্ষকতা পেশাতেও আছেন চিত্রলেখা গুহ

চিত্রলেখা গুহ

অভি মঈনুদ্দীন ঃ রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল’র চলচ্চিত্র প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট’(বিএফআই)’-এ শুরুর সময়কাল থেকেই শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেত্রী চিত্রলেখা গুহ।

২০০৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে ‘চলচ্চিত্রে অভিনয়’ ও ‘চলচ্চিত্রে পোষাক পরিকল্পনা’র ক্লাশ নেন তিনি। প্রায় দুই দশক ধরেই তিনি নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন বলে জানান চিত্রলেখা গুহ।

চিত্রলেখা গুহ বলেন,‘ শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত হয়ে শুরু থেকেই এই পেশার প্রতি ভীষণ ভালোলাগা কাজ করে। কারণ শিক্ষার্থীদের সঙ্গে সময়টা কাটাতে ভীষণ ভালোলাগে। নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রতিটি ক্লাশে। যা অন্য কোথাও শেয়ার করার আর সুযোগ নেই। প্রতিটি ক্লাশে আমিও নিজেকে নানানভাবে সমৃদ্ধ করার চেষ্টা করি। সবমিলিয়ে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে আমি নতুন একটা পৃথিবী দেখি, এই পৃথিবী দেখার সুযোগ হয়ে উঠতো না যদি না আমি বিএফআই’য়ের সঙ্গে যুক্ত না হতাম।’

গুনী অভিনেত্রী চিত্রলেখা গুহ’র বাবা বিজয় কৃষ্ণ চৌধুরী ও মা রনিতা চৌধুরী। তিন বোন দুই ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। চিত্রলেখা গুহ’কে তার বাবা মা ও আত্নীয় স্বজনরা মুন্নী নামেই ডাকতেন। চট্টগ্রামের অপর্ণা চরণ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বিয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য শিল্প নির্দেশক উত্তম গুহ’র সঙ্গে চিত্রলেখার বিয়ে হয় ১৯৮৬ সালের ২৮ এপ্রিল। তাদের দুই কন্যা নোলক ও নৈরীত। নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ও মমতাজ উদ্দীন আহমেদের রচনায় প্রথম চিত্রলেখা গুহ ‘কুঞ্জ নিকুঞ্জ’ নাটকে অভিনয় করেন।

আরও পড়ুন

বিটিভির প্রথম প্যাকেজ নাটক আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘প্রাচীর পেরিয়ে’তে তিনি অভিনয় করেন। তবে প্রথম তিনি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেন ১৯৯৫ সালে ‘কোথায় সে জন’ নাটকে। এতে তিনি শমী কায়সারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘সারাবেলা’,‘ সপ্তর্ষী’সহ আরো বহু নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শককে মুগ্ধ করেছেন। চিত্রলেখা গুহ তার অভিনীত কয়েকটি প্রিয় নাটকের নাম উল্লেখ করতে গিয়ে যেসব নাটকের কথা বলেছেন সেগুলো হচ্ছে ‘নোয়াশাল’,‘ সীমান্ত’,‘ গহীনে’,‘ অলসপুর’,‘ দীপান্বিতা’,‘ মাশরাফি জুনিয়র’সহ আরো কিছু নাটক। চিত্রলেখা গুহ শত শত টিভি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’। এরপর তাকে ‘লাল সালু’,‘ লালন’,‘ স্বপ্নের নায়ক’,‘ ৭১-এর মা জননী’,‘ মনের মিলন’,‘জীবন ঢুলী’,‘ রূপসা নদীর বাঁকে’,‘ গ্রাম গঞ্জের পীরিতি’,‘ মোল্লা বাড়ির বউ’সহ আরো কিছু সিনেমায় অভিনয় করেও সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা নিজেকে সিক্ত করেছেন।

১৭ নভেম্বর জন্ম নেয়া চিত্রলেখা গুহ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাহআলম কিরণ পরিচালিত ‘৭১-এর মা জননী’ সিনেমাতে অভিনয়ের জন্য। চলচ্চিত্রে পোষাক পরিকল্পনাও করেছেন ‘আমি নারী’,‘ চিত্রা নদীর পাড়ে’,‘ লালন’,‘ জীবন ঢুলী’,‘ রূপসা নদীর বাঁেক’ সিনেমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্প্রতিক সময়ের মামলা নিয়ে যা বললেন সারজিস

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

বহুল আলোচিত ‘রমনা বোমা হামলা’ মামলার রায় ঘোষণা শুরু

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহ

নাটোরের দত্তপাড়া থেকে মানুষের কাটা হাত উদ্ধার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার