ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শাহরুখের সরল স্বীকারোক্তি, এরকম নার্ভাস জীবনে কখনো হইনি

বলিউড সুপারস্টার শাহরুখ খান।

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ের স্পন্ধন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবারই প্রথম তিনি পা রেখেছেন ফ্যাশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর মেট গালারলাল গালিচায়। তবে সেই মাহেনন্দ্রক্ষণের আগে একান্ত সাক্ষাৎকারে কিং খান জানান, ‘এরকম নার্ভাস আমি আগে কখনো হইনি।’ অদম্য নায়ক, তিনি একাধিক পরিচয়ে পরিচিত। অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তাযার সম্মিলিত পরিচয়ে গড়া হয়েছে শত শত মিলিয়ন ডলারের সম্পদের সাম্রাজ্য।

তবু, দ্য নিউ ইয়র্ক টাইমসকে নিজের স্বভাব সম্পর্কে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন শাহররু। বলেছেন, ‘আমি আসলে খুবই লাজুক একজন মানুষ। মনে হচ্ছে এখনই পালিয়ে যাই। মেট গালার রাতের জন্য শাহরুখকে সাজিয়েছেন ভারতের ডিজাইনার সব্যসাচী মুখার্জি। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে, যেন এক ইতিহাস লিখেছেন বলিউড বাদশা। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান! ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’

আরও পড়ুন

দ্য নিউ ইয়র্ক টাইমসকে শাহরুখ বলেন, ‘আমি সত্যিই জানি না আমার তারকাখ্যাতি কতটা। আমি সব সময় অভিনয় করি, কিন্তু লাল গালিচায় নিজের চরিত্রে না থাকা অস্বাভাবিক লাগবে।’ শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন মেয়ের

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

সাম্প্রতিক সময়ের মামলা নিয়ে যা বললেন সারজিস

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

বহুল আলোচিত ‘রমনা বোমা হামলা’ মামলার রায় ঘোষণা শুরু

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহ