অভিনয়ে উপস্থাপনাতেই ব্যস্ত মিম চৌধুরী
_original_1746627576.jpg)
অভি মঈনুদ্দীন : বহু নাটকে অভিনয় করে যেমন দর্শকের কাছ থেকে প্রশংসা পেয়েছেন, তেমনি উপস্থাপনা করেও তিনি নন্দিত হয়েছেন। তিনি মিম চৌধুরী। এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী।
বছরজুড়ে যে অভিনয়ে তার ব্যস্ততা থাকে এমনটি নয়। কিন্তু তিনি চেষ্টা করেন সবসময়ই ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতেন। সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গেই তার সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক রয়েছে।
এছাড়াও অন্যান্য সহশিল্পীদের সঙ্গেও তার বহু দর্শকপ্রিয় নাটক রয়েছে। মিম চৌধুরী সিনেমাতেও অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। তবে সিনেমায় অভিনওে চেয়ে নাটকে অভিনয় তার স্বাচ্ছন্দ্যতা বেশি। যে কারণে নাটকেই তিনি নিয়মিত হয়ে উঠেছেন। মিম চৌধুরী পড়াশুনা করেছেন শহীদ আনোয়ার গার্লস কলেজে। সেখান থেকেই এসএসসি দিয়েছেন। পরবর্তীতে মোহাম্মদপুর প্রিপারেটরী কলেজ থেকে তিনি এইচএসসি সম্পন্ন করেছেন। অনার্সটা শুরু করেছিলেন ইংরেজি সাহিত্যে নর্থসাউথ ইউনিভার্সিটিতে। কিন্তু এখন অনার্স ফোর্থ ইয়ারের সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহন করছেন ‘ইউল্যাব’ থেকে। মিমের ভাষ্যমতে, পড়াশুনাটা শেষ করাটাও তার জন্য জরুরী।
আরও পড়ুনএদিকে আজ মিমের জন্মদিন। যেহেতু পরীক্ষা চলছে তাই আপাতত শুটিং-এর চাপটা নিতে চাচ্ছেন না তিনি। তাই জন্মদিন বাবা মাসুদ পারভেজ চৌধুরী, মা রূপা চৌধুরী ও ছোট ভাই জয় চৌধুরীর সঙ্গেই উদযাপন করবেন পারিবারিকভাবে। একাধারে নাচে, অভিনয়ে এবং উপস্থাপনায় বিরতিহীন ভাবেই কাজ করে যাচ্ছেন এই নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা মিম চৌধুরী। ‘নাচো বালাদেশ নাচো’ রিয়েলিটি শো’র মধ্যদিয়ে মিডিয়াতে তার সরব পথচলা। এরপর থেকেই মূলত নাচে, অভিনয়ে আর উপস্থাপনায় তার ধারাবাহিকভাবে পথচলা। যদিও মূলত তিনি একজন নৃত্যশিল্পী কিন্তু অভিনয়ে এবং উপস্থাপনাতেই তিনি বেশি ব্যস্ত এখন। এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় গানের অনুষ্ঠান গ্লোবাল টিভিতে প্রচার চলতি অনুষ্ঠান ‘মিউজিক নাইট’।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত ১০.৩০ মিনিটে গ্লোবাল টিভিতে এই গানের অনুষ্ঠানটি প্রচার হয়। আর এই অনুষ্ঠানেরই উপস্থাপনা করেন মিম। মিম চৌধুরী এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা তিনটি হলো সাফি উদ্দিন সাফির ‘ভালোবাসা এক্সপ্রেস’, প্রসূন রহমানের ‘সূতপার ঠিকানা’ ও নাসিম সাহনিক-এর ‘গোয়েন্দা গিরি’। যদিও মিম ‘গোয়েন্দা গিরি’কে ফিল্ম বলতে নারাজ। মিম’র ভাষ্যমতে তাকে এতে অভিনয় করানো হয়েছিলো টেলিফিল্ম বলে। কিন্তু পরে মিম দেখেন এটি সিনেমা হিসেবে চ্যানেল আইতে প্রচারিত হয়েছে।
মন্তব্য করুন