ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

‘কাপুরুষোচিত হামলা’ বললেন পাকিস্তানি তারকারা

‘কাপুরুষোচিত হামলা’ বললেন পাকিস্তানি তারকারা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা।

এদিকে ভারতের এ হামলাকে কাপুরুষোচিত বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ অন্যদিকে একশব্দে ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’।

আরও পড়ুন

এদিকে কিছুদিন আগে কাশ্মীরে হামলা নিয়েও সোশ্যাল হ্যান্ডেলে সরব হয়েছিলেন মাহিরা। তিনি লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনোরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যারা ভুক্তভোগী, তাদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ যদিও সে পোস্ট বেশিক্ষণ রাখতে পারেননি মাহিরা। নেটিজেনদের কটাক্ষে মুছে দিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ