লাল-সবুজ জার্সি গায়ে তোলার ফিফা’র অনুমতি পেলেন শমিত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম এখন অফিসিয়ালি বাংলাদেশের হয়ে মাঠে নামার সবুজ সংকেত পেয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছ থেকে। বহু প্রতীক্ষিত এই অনুমোদনের ফলে আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের জার্সিতে হয়ে যেতে পারে তার আন্তর্জাতিক অভিষেক।
বাংলাদেশি বংশোদ্ভূত হলেও শমিত সোম বেড়ে উঠেছেন কানাডায়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগে। সেখানকার ক্লাব কাভালরি এফসিতে খেলেই আলোচনায় আসেন তিনি। চলতি মে মাসের শুরুতেই তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান, যা ছিল বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রথম ধাপ। এরপর গত ৫ মে হাতে পান বাংলাদেশের পাসপোর্ট। এই ধারাবাহিক প্রস্তুতির মাঝেই আসে সবচেয়ে বড় সুখবর, ফিফা’র কাছ থেকে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রতিনিধিত্বের আনুষ্ঠানিক অনুমতি। যার অর্থ, এখন আর কোনও বিধিনিষেধ নেই। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে শমিত একেবারে প্রস্তুত।
শুধু কাগজে-কলমেই নয়, মাঠের পারফরম্যান্সেও নিজেকে প্রমাণ করে চলেছেন শমিত। কাভালরির হয়ে গত ম্যাচে তিনি প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলতে নামেন। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া সেই ম্যাচে পুরো সময়জুড়ে সেন্ট্রাল মিডফিল্ড সামলান দৃঢ়তার সঙ্গে। যদিও গোল বা অ্যাসিস্টে নাম ওঠেনি। তবুও ম্যাচজুড়ে তার গেম রিডিং, বল কন্ট্রোল এবং ডিফেন্সিভ কভারেজ ছিল নজরকাড়া। এমন পারফরম্যান্সের কারণেই সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। যা প্রমাণ করে-শুধু কোথায় খেলেন সেটা নয়, দক্ষতার কারণেই তিনি আজ জাতীয় দলের নজরে।
আরও পড়ুনবাংলাদেশ জাতীয় দল এখন এশিয়ান কাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই সময় দলে একজন দক্ষ, পরিণত মিডফিল্ডারের সংযুক্তি দলের রক্ষণ ও আক্রমণের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। শমিত সোম সেই ঘাটতি পূরণের বাস্তব সম্ভাবনা নিয়ে হাজির হয়েছেন। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া হোম ম্যাচে তার অভিষেক নিয়ে রয়েছে প্রবল আশাবাদ।
মন্তব্য করুন