ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লাস বর্জন করে বিক্ষোভ

নওগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লাস বর্জন করে বিক্ষোভ,ছবি: দৈনিক করতোয়া ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগরের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এই ঘটনা ঘটে। 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার (৩১ আগস্ট) সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। উত্তেজিত শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। 

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য ওই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে ছাত্রীদের বক্তব্য শুনেন। এতে ঘটনার সত্যতা পাওয়ায় আগামীকাল থেকে শিক্ষক আনোয়ার হোসেনকে বিদ্যালয়ে না আসার তাৎক্ষণিক সিদ্ধান্ত গৃহীত হয়। 

আরও পড়ুন

বিদ্যালয়টি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ঘটস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ও রানীনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত বাবলু চন্দ্র পাল। তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের ব্যাপারে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের সংস্কার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে : প্রধান বিচারপতি

আজ শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ

আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী