নওগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লাস বর্জন করে বিক্ষোভ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগরের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার (৩১ আগস্ট) সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। উত্তেজিত শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য ওই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষে ছাত্রীদের বক্তব্য শুনেন। এতে ঘটনার সত্যতা পাওয়ায় আগামীকাল থেকে শিক্ষক আনোয়ার হোসেনকে বিদ্যালয়ে না আসার তাৎক্ষণিক সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুনবিদ্যালয়টি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ঘটস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ও রানীনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত বাবলু চন্দ্র পাল। তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের ব্যাপারে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেন।
মন্তব্য করুন