ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে শিশু নিহত, আহত ৫

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে শিশু নিহত, আহত ৫

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় শুকনা পাতা কুড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিহত তুহিনের মা-সহ আহত হয়েছেন আরও পাঁচ জন। 

বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুহিনের।

শিশু তুহিন জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে মো. আশরাফুলের ছেলে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে ভালুকার উথুরা থেকে ভিমরুলের কামড়ে আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে শিশু তুহিন মারা যায়। নিহত তুহিনের মা লাইলী বেগমের অবস্থাও গুরুতর। অন্যরা চিকিৎসাধীন আছেন। 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে ধান খেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে যায় ওই গ্রামের হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০)। তালের পাতা টানতেই ভিমরুল নুর জাহানকে কামড় দেয়। এতে নুর জাহান ডাক-চিৎকার দিলে তার শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭), একই এলাকার আশরাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) তার কাছে যায়। এসময় সবাই ভিমরুলের আক্রমণের শিকার হয়। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বলেন, শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় নকল মনমোহন বিড়ি কারখানায় অভিযান দুই যুবক আটক

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চারজন চিকিৎসক

শরৎ ঋতুর প্রথম মাস ভাদ্রে খাঁ খাঁ করছে প্রকৃতি, পুড়ছে জনজীবন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত