মাদ্রিদ ওপেন দিয়েই শিরোপার সূচনা করলেন ক্যাসপার রুড

স্পোর্টস ডেস্ক: মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুড। ফাইনালে ব্রিটিশ তারকা জ্যাক ড্রেপারকে হারান তিনি। দু্ইবার ফ্রেঞ্চ ও একবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেও এবারই তার প্রথম শিরোপা। ক্লে কোর্টে এবারই প্রথম শিরোপার দোরগোড়ায় ছিলেন ব্রিটিশ নাম্বার ওয়ান জ্যাক ড্রেপার। সেই আশা শেষ হলো নরওয়ের কাছে হেরে। ব্রিটিশ নাম্বার ওয়ান জ্যাক ড্রেপার প্রথম এটিপি ট্যুরে মাদ্রিদ ওপেনে ক্লে-কোর্ট শিরোপার কাছে গিয়েও ছুতে পারেননি। তার শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হলো নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুডের কাছে।
স্প্যানিশ রাজধানীতে মাদ্রিদ ওপেনের এক মনোমুগ্ধকর ফাইনালে ২৩ বছর বয়সী ড্রেপার ৭-৫, ৩-৬, ৬-৪ ব্যবধানে হেরে যান।
দুর্দান্ত শুরুতে প্রথম সেটে জয় পেলেও সেফ জোনে চলে আসেন রুড। ৫-৩ ব্যবধানে পিছিয়ে থেকে জয় নিশ্চিত করেন এই নরওয়ের টেনিস নাম্বার ওয়ান।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেটেই ঘুরে দাড়ান ব্রিটিশ নাম্বার ওয়ান ড্রেপার। তার একক সার্ভে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছিলেন। হলোও তাই। ৩-৬ গেমে জিতে নিজের করেন দ্বিতীয় সেট।
আরও পড়ুনশিরোপা জয় চূড়ান্ত সেটের মাধ্যমে নির্ধারিত হবে। শুরু থেকেই রুডের সার্ভে প্রবল চাপের মুখে পড়েন।
দুইবারের ফরাসি ওপেনের ফাইনালিস্ট রুড ৩-২ ব্যবধানে ব্রেক থ্রুতে খেই হারান ড্রেপার।
তিনবার ফাইনালে পৌছলে অধরাই ছিল ক্যাসপারের শিরোপা। এবার সেই আশাই পুরণ করলেন মাদ্রিদ ওপেন দিয়ে।
মন্তব্য করুন