মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব : পরিবেশ উপদেষ্টা

সরকার মব জাস্টিস বরদাশত করে না, যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ সময় পরিবেশ দূষণরোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখবো ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে রিজওয়ানা বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশাকরি দ্রুত সময়ে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।’
আরও পড়ুনঅনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন