রংপুরে র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা হতে ১৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ শনিবার (১২ জুলাই) ভোর রাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১৩। এসময় ট্রাকের পিছনের বডিতে থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৫৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মামুন আকন্দের ছেলে রবিউল ইসলাম (৩২), লালমনিরহাট জেলার আবুল কালাম আজাদের ছেলে মো. শাকিল আহমেদ ওরফে হৃদয় (২১)।
আরও পড়ুনর্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন