ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের উইম্বলডনকে কেউ কেউ বলছেন অঘটনের টুর্নামেন্ট। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ৩৬ বাছাই তারকা। প্রথম দুই রাউন্ডে এত তারকার বিদায় এর আগে দেখেনি কোনো গ্র্যান্ড স্লাম। অঘটনের ধারাবাহিকতা ধরে রেখে মেয়েদের সেমিফাইনালেও অঘটন ঘটিয়ে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভা।

আজ মেয়েদের এককের ফাইনাল। অ্যানিসিমোভার মুখোমুখি সাবেক নাম্বার ওয়ান ইগা শিয়াতেক। ক্যারিয়ারে এটিই প্রথম ফাইনাল অ্যানিসিমোভার। বিপরীতে শিয়াতেকের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ ফাইনালের পাঁচটিতেই জিতেছেন শিরোপা। তাই আজকের ফাইনালে কে ফেবারিট, তা আর না বললেও চলে। ফেবারিট হয়েও খুব একটা স্বস্তি বোধ করছেন না শিয়াতেক। আসলে ফাইনালে ওঠা তার কাছে একটা বিস্ময়। আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উম্বলডনে শেষ আটের চৌহদ্দি কখনো পেরোনো হয়নি তার। মাত্র একবার ২০২৩ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেমিফাইনালে ওঠা হয়নি। এবার ফাইনালে উঠলেন সুইস প্রতিযোগী বেলিন্ডা বেনচিচকে উড়িয়ে দিয়ে। মাত্র ৭১ মিনিটে ৬-২,৬-০ গেমে জয়ের পর নিজের বিস্ময়টা লুকিয়ে রাখেননি পোলিশ তারকা শিয়াতেক, ‘সত্যি বলতে, আমার কল্পনায়ও ছিল না উইম্বলডনের ফাইনাল খেলব। তাই আমি রোমাঞ্চিত এবং নিজেকে নিয়ে গর্বিত। জানি না কেন টেনিস বারবার আমাকে অবাক করে।’

ফাইনালে উঠে কম অবাক হননি অ্যানিসিমোভাও। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে জয়ের পর বিস্ময়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন। ফাইনালে উঠেছেন, শুরুতে বিশ্বাস হচ্ছিল না তার, ‘সত্যি বলতে, ঘোরের মধ্যে রয়েছি। জানি না কীভাবে জিতে গেলাম।’

আরও পড়ুন

কিন্তু আজ ফাইনালে কে কাকে অবাক করবে? পেশাদার সার্কিটে দুজনের এটি প্রথম সাক্ষাৎ। শিয়াতেক কাগজে-কলমে এগিয়ে থাকলেও কঠিন একটা চ্যালেঞ্জ আশা করছেন অ্যানিসিমোভার কাছ থেকে, ‘নিশ্চয় ও খুব ভালো খেলে। উইম্বলডনের আগেও সে দারুণ একটা টুর্নামেন্ট (কুইন্স ওপেন) খেলেছে। ঘাসের কোর্টে কীভাবে খেলতে হয়, সেটা ও জানে। ওর খেলার ধরনটা এই কোর্টের সঙ্গে বেশি মানানসই। তাই ওর বিপক্ষে খেলা হবে চ্যালেঞ্জিং।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না:বুমরাহ

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা