নোয়াখালীতে অপহরণকারিকে না পেয়ে মা কে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৬) অপহরণের মামলায় অভিযুক্ত আরাফাত হোসেন (২১) নামে এক যুবকের মাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নাসরিন আক্তার (৪৫) নামে ওই নারীকে অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার রামনগর গ্রামের আবুল বাসারের স্ত্রী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুনমামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ওই ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে গেলে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বন্ধুর সহায়তায় তাকে অপহরণ করেন আরাফাত হোসেন (২১)।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার (২৬ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানায় আরাফাত হোসেন, তার মা নাসরিন আক্তার ও বন্ধু কাজী সাব্বির হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
এদিকে আসামির আইনজীবী অ্যাডভোকেট কাওছার ইমাম বলেন, ছেলে-মেয়ে আগেই বিয়ে করেছেন। মেয়ের পরিবার এতে রাজি না হওয়ায় ইচ্ছেকৃতভাবে ছেলের সঙ্গে মেয়ে উধাও হয়ে গেছেন। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমরা আদালতকে অবহিত করবো।
মন্তব্য করুন