ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বগুড়ার ধুনটে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে মহনা খাতুন নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। মহনা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, মহনা খাতুনের প্রসব ব্যাথা উঠলে ২০২৪ সালের ১৯ জুলাই ধুনট হাসপাতাল রোডে অবস্থিত আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে তাকে অপারেশন করেন ডা. সাখাওয়াত হোসেন। এসময় মহনা এক ছেলে সন্তানের জন্ম দেন। এরপর ২১ জুলাই দুপুর ১টায় মহনা খাতুনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিছুদিন পর মহনা পেটে ব্যাথা অনুভব করেন। অনেক চিকিৎসার পরও সুস্থ হননি। এ অবস্থায় ৪ জানুয়ারি বগুড়া শহরে একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় মহনার পেটের ভেতর সার্জিক্যাল গজ রয়েছে। চিকিৎসকের পরামর্শে শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে মহনার পেট থেকে সার্জিক্যাল গজ বের করা হয়। এ ঘটনায় ৯ এপ্রিল ভুক্তভোগী ওই নারীর স্বামী লিটন মিয়া বাদি হয়ে থানা, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ করেন। 
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন