ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ সাহা

মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ সাহা

অভি মঈনুদ্দীন ঃ মঞ্চের একজন দাপুটে অভিনেতা হিসেবেই তিনি পরিচিত। পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয়ে অনবদ্য তিনি। সাভারের এই অভিনেতার নাম স্মরণ সাহা। এই সময়ে তার ভীষণ ব্যস্ততার মধ্যদিয়ে কাটছে। কারণ আগামী জুন মাসে তার একক একটি নাটক মঞ্চায়ন হবার কথা রয়েছে। নাটকের নাম ‘কাদা মাটি’। নাটকটি রচনা করেছেন অনিকেত পাল ও নির্দেশনা দিবেন দেবাশীষ ঘোষ।

স্মরণ সাহা বলেন,‘ কাদা মাটির গল্পটা জীবনের গল্প। অনিকেত পাল চমৎকার একটি নাটক রচনা করেছেন। যেহেতু এতে আমার একক অভিনয়, তাই নিজেকে আমি সেভাবেই প্রস্তুত করছি। চেষ্টা করছি সময় করে নাটকটির জন্য রিহার্সেল করা। কারণ একক নাটক একজন শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দর্শকের চোখ থাকে একজন শিল্পীর দিকেই। তাই কোনোরকম ভুল করা যাবেনা। যে কারণে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি কখনো একক নাটকে অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। ’

‘জাগরণী থিয়েটার’র এই নাটকটি আগামী জুন মাসে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকারই কোনো থিয়েটার হলে। স্মরণ সাহা জানান, কাদা মাটি’র গল্প মূলত প্রবাসী বাংলাদেশীরা কীভাবে জীবন যাপন করে তাই তুলে ধরা হবে এই নাটকে। স্মরণ সাহা জানান এরইমধ্যে তিনি আহসান আলমগীরের রচনায় ও তপু খানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘মেজ ছেলে’র কাজ শুরু করেছেন।

আরও পড়ুন

এছাড়াও শিগগিরই নাগরিক টিভিতে প্রচারে আসবে মাসুদুর রহমান আদিত্য রচিত ও মঈন খান রূপী পরিচালিত নতুন ধারাবাহিক ‘এক্সট্রা হানিমুন’ নাটকটি। স্মরণ সাহা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শাকিব খানের সঙ্গে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। স্মরণ সাহা’র অভিনয়ের শুরুটা ফরিদপুরের মামার বাড়িতে ১৯৮৬ সালে ‘সাংস্কৃতি চক্র’ নাট্যদলের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তার অভিনয়ে হাতেখড়ি মোস্তাফিজুর রহমান আজাদের কাছে। পরবর্তীতে তিনি ‘সূর্য সাথী খেলাঘর’র ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন বিশ্বজিৎ বসুর পরিচালনায়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগরণী থিয়েটার’র সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। গেলো বারো বছর যাবত এই দলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিলো সুলতান আহমেদ’র পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। জাগরণী থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’,‘ রাজার চিঠি’,‘ বিচ্ছু’,‘ বুদ্ধু’,‘ একটি আধুনিক রাক্ষস’ নাটকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার