ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীর কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৫০ ও ৬৫ বছর। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের পর আইনি প্রক্রিয়া শেষে ওই দুই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা-পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই)মো. বজলুর রশিদ।

এসআই বলেন, ‘আমরা খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের (বিআরটিসি) কাউন্টারের পেছনে রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন দিয়ে পায়ে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।’

আরও পড়ুন

অপরদিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পায়ে হোটে হেঁটে ট্রেন লাইন পারাপারের সময় যমুনা এক্সপ্রেসগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাত আরেক ব্যক্তি মারা যান বলে জানান এসআই।

এসআই বজলুর রহমান আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে নিহত ওই দুই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার