ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে মামলা, কর্মচারী গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে মামলা কর্মচারী গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহের অভিযোগে মোখলেছুর রহমান নামে এক মাদ্রাসা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, নবাবগঞ্জ বালিকা দাখিল মাদ্রসার কর্মচারী মোখলেছুর রহমান গতকাল রোববার (২৭ এপ্রিল) নবাবগঞ্জ ডিগ্রি কলেজে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অবস্থান করে ইলেট্রিক ডিভাইস মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্র সংগ্রহ করে।

এরপর সেটা বাইরে পাঠিয়ে উত্তরপত্র সংগ্রহ করে কতিপয় পরীক্ষার্থীকে সরবরাহ করে আসছিল। গত রোববার ওই কেন্দ্রে ইংরেজি ১মপত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক তাকে হাতেনাতে আটক করে পুলিশ হেফাজতে দেন। এরপর রাতে কেন্দ্র সচিব মাহবুবুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, কেন্দ্র সচিবের দায়েরকৃত মামলায় আটক মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার (২৮ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মোখলেছুর রহমান বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বনিক জানান, গতকাল রোববার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ২ জন এবং মাদ্রাসা কেন্দ্র হতে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ শুরুর সময়ে পরিবর্তন

অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞান

পাগলা মসজিদের দানবক্সে সন্ধ্যা পর্যন্ত মিলেছে সাড়ে ১১ কোটি টাকা

রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক

থাইল্যান্ডে স্বামীকে নিয়ে অবকাশ যাপনে বিদ্যা সিনহা মিম