নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর এলাকার পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আকাশ হোসেন তিলকপুর এলাকার শাহীন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ তিলকপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আকাশ নদীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা আকাশের ডুবে যাওয়া দেখে দ্রুত মাছ ধরার জাল ফেলে তাকে নদী থেকে উদ্ধার করে। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনস্থানীয় ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ও লালপুর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন