ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বিওএ এর নতুন মহাপরিচালক এ বি এম শেফাউল কবীর

বিওএ এর নতুন মহাপরিচালক এ বি এম শেফাউল কবীর

স্পোর্টস ডেস্ক:    বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর  নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব)। শেফাউল কবির বিওএ’র চতুর্থ মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন। ১ মার্চ থেকে অলিম্পিক এসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিগ্রেডিয়ার জেনারেল এম সামছ এ খানের (অব) স্থলাষিভিক্ত হয়েছেন শেফাউল কবীর।


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সর্বোচ্চ প্রশাসনিক পদ মহাপরিচালক। বিওএ’র নির্বাহী কমিটির সিদ্ধান্ত মহাপরিচালকের তত্ত্ববধায়নে বাস্তবায়ন হয়। বিওএ’র দাপ্তরিক সকল কাজের তদারকিও হয় মহাপরিচালকের মাধ্যমে। বিভিন্ন ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও বিওএ’র পক্ষে মহাপরিচালকই যোগাযোগ করে থাকেন। তাই গতকাল বিওএ'র পক্ষ থেকে ইতোমধ্যে দেশের সকল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নতুন মহাপরিচালকের পরিচিতি দিয়ে চিঠি দিয়েছে।

২০১১ সালের মার্চে বিওএ’তে মহাপরিচালক পদের সৃষ্টি হয়। কর্ণেল ওয়ালী উল্লাহ (অব) ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি বিওএ’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। ওয়ালীর বিদায়ের পর বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব) ২০১৪ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের প্রথম দিন থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চেয়ারে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব)। 

আরও পড়ুন

বিওএ, বাফুফে ও বিসিবি দেশের তিন শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান। বাফুফের সাধারণ সম্পাদক, বিসিবি'র সিইও এবং বিওএ'র মহাপরিচালক দেশের ক্রীড়া প্রশাসনে শীর্ষ তিন প্রশাসক পদ। এই তিন প্রতিষ্ঠান ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অন্য ফেডারশেনগুলোতে এখনো পেশাদার কাঠামো সেভাবে গড়ে উঠেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা দ্বন্দ্বে জামায়াত বিএনপির ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জে চাঁদাবাজকে গণধোলাই দিল জনতা

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার

জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক: সালাহউদ্দিন