জাতীয় বক্সিংয়ের ফাইনালে জিনাত-আফরা মুখোমুখি
_original_1753795640.jpg)
স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেই আলো ছড়ালেন জিনাত ফেরদৌস। ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। আরেক সেমিফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকার তূর্য বক্সিং ক্লাবের অন্তরা আক্তার বৃষ্টিকে পরাজিত করেন। আগামীকাল আফরা জিনাতের বিরুদ্ধে লড়বেন।
৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী মাত্র ছয় জন হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পান জিনাত। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি সহজে হারিয়ে দেন সেনাবাহিনীর আছিয়া খাতুনকে। বাংলাদেশে প্রথমবার রিংয়ে নামার অনুভুতি জানিয়ে জিনাত বলেন, ‘ভালো লাগছে, এই প্রথম বাংলাদেশে খেললাম। সবাই অনেক উৎসাহ দিয়েছে। মেয়েটা (আসিয়া) ভালোই ফাইট করার চেষ্টা করেছে। মাইন্ড সেট স্ট্রং, গিভ আপ (ম্যাচ ছেড়ে দেওয়া) করেনি। টেকনিক্যালি একটু পিছিয়ে তবে সাহস আছে।’
আরও পড়ুন
জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিচ্ছেন জিনাত, খেলছেন নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে। তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে তার।
মন্তব্য করুন