ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের এক অচেনা পেসার। মহেশ তাম্বে নামের পেসারটি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। 

তাম্বের রেকর্ড গড়া ম্যাচটি হয়েছে ২৮ জুলাই। ৫ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে এস্তোনিয়ার মুখোমুখি হয় ফিনফল্যান্ড। এই ম্যাচেই  প্রথম ৮ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে তিনি নেন ৫ উইকেট।  মিডিয়াম পেসার তাম্বের বোলিং নৈপুণ্যে ফিনল্যান্ড ম্যাচ জিতেছে ৫ উইকেটে। ২ ওভারে ৫ উইকেট নিতে খরচ করেছেন ১৯ রান। এই ম্যাচে ফিনল্যান্ড টস জিতে শুরুতে বোলিং নেয়। এস্তোনিয়ার ওপেনার স্টেফান গুচ ও হাবিব খান অর্ধশত রানের জুটি গড়লেও তাম্বের বোলিংয়ে পরে শুরু হয় ব্যাটিং ধস। তারা শেষ সাতটি উইকেট হারিয়েছে মাত্র ৩৭ রানে। মহেশ তাম্বে ছিলেন সেই ধ্বংসযজ্ঞের মূল কারিগর। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় এস্তোনিয়া। ফিনল্যান্ড রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। সফরকারীদের হয়ে অরবিন্দ মোহন ৬৭ রান করে ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়