দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে ঢাকা থেকে গ্রেফতার করে দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানার উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, বিরামপুর উপজেলার কাটলা গ্রামের জবেদ আলীর ছেলে বগা মিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে বিরামপুর থানার ৮৮নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে ১৭ বছর ধরে বগা আত্মগোপনে ছিলেন।
অপরদিকে দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের অফিল উদ্দিনের ছেলে হারুনুর রশিদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ২০০৭ সালে ১০৩ নং জিআর মামলা হয় এবং পরবর্তীতে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। মামলার পর থেকে ১৮বছর ধরে হারুন আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুনবিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামি বগা ও হারুনকে ঢাকা থেকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার (২৯ জুলাই) তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন