ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বৈষম্যবিরোধী কমিটি ঘোষণার এক দিনেই ১৭০ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী কমিটি ঘোষণার এক দিনেই ১৭০ জনের পদত্যাগ

নিউজ ডেস্ক:    আলোচনা না করে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করায় চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন পর ১৭০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

তাদের অভিযোগ, কোনো ধরনের আলোচনা না করেই সংগঠনের কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চাঁদপুরের অনেক ত্যাগী নেতাকে উপেক্ষা করা হয়েছে।

ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, ‘‘আমরা জুলাইয়ে একটি ম্যান্ডেট নিয়ে সারা দেশের মতো চাঁদপুরেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। কিন্তু, আমাদের সঙ্গে যোগাযোগ না করে কেন্দ্র থেকে ২২৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর কিছুই জানি না। আমরা মনে করি, একটি কুচক্রী মহলের যোগসাজশে এই কমিটি থেকে চাঁদপুরের অনেক ত্যাগী নেতাকে উপেক্ষা করা হয়েছে। এতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, এটি বিতর্কিত কমিটি। এ জন্য কেন্দ্র ঘোষিত এ কমিটি বয়কট করে আমরা ১৭০ জন সদস্য গণপদত্যাগের ঘোষণা দিচ্ছি।’’

আরও পড়ুন

উল্লেখ্য, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। ২২৫ সদস্যের এই কমিটিতে নাদিম পাটোয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়র’ হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ

ওয়াশিংটনে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মীকে গুলি করে হত্যা

কাকরাইলে ইশরাক সমর্থকদের কর্মসূচি চলছেই 

পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধারে সহকর্মীদের নামে পরিবারের হত্যা মামলা

নতুন নোট আসছে বাজারে, যেসব ছবি থাকছে

সাবেক এমপি মমতাজ মানিকগঞ্জের আদালতে