ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ছোট-বড় সব কিছু আল্লাহর কাছে চাওয়ার রহস্য

ছোট-বড় সব কিছু আল্লাহর কাছে চাওয়ার রহস্য

সৃষ্টির সেরা জীব হয়েও মানুষের সবচেয়ে বড় দুর্বলতার দিক হচ্ছে, সে কোনো না কোনোভাবে নিয়ম ভাঙার ফাঁদে পড়ে। যে ফাঁদ শয়তানের প্ররোচনা, কুপ্রবৃত্তির টান কিংবা মানবীয় দুর্বলতার কারণেই ঘটে থাকে।

আল্লাহতায়ালা মানুষের জন্য যেসব বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন, ফাঁদে পড়ে মানুষ প্রতিদিন কোনো না কোনো বিধান লঙ্ঘন করে ছোট কিংবা বড় পাপ করতে থাকে। এসব পাপ জমা হতে হতে পাপের ভারে মানুষের হৃদয় হয় কলুষিত এবং ক্ষতিগ্রস্ত।

ক্ষতিগ্রস্ত মানুষ এক সময় মহান আল্লাহর দয়া ও অনুগ্রহের পথ থেকে দূরে সরে যেতে থাকে। মানুষ দূরে সরে গেলেও আল্লাহ যেহেতু ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই তিনি তার বান্দার প্রতি ক্ষমার হাত বাড়িয়ে দেন। বান্দা যদি তওবা-ইস্তেগফারের মাধ্যমে কায়মনোবাক্যে ঐকান্তিকতা ও একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর কাছে পাপমোচনের ক্ষমা চায় তাহলে সে আল্লাহর ক্ষমা লাভে সক্ষম হয়।

বান্দার ধর্ম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতেন, তওবা করতেন। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর কসম আমি দিনের মধ্যে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। -সহিহ বোখারি

আরেক হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হে মানুষেরা! তোমরা আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আমি একদিনের মধ্যে একশ’ বার আল্লাহর নিকট তওবা করি বা ইস্তেগফার করি। -সহিহ মুসলিম

আল্লাহর প্রকৃত বান্দা তথা মুমিন-মুসলমানরা সব বিষয়ে মহান আল্লাহর কাছে চাইবেন- এটাই মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দোয়া বা আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম দেখা যায়। বান্দা খুব বড় কিংবা গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহর কাছে চায় ছোটখাটো বিষয়ে চায় না। এমনকি অনেকের নিকট এই ধারণাও অনুপস্থিত যে ছোটখাটো বিষয়েও আল্লাহর কাছেই চাইতে হয়। ছোট বড়, গুরুত্ব কম হোক বা বেশি সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছেই।

আরও পড়ুন

এ প্রসঙ্গে হজরত আয়েশা (রা.) বলেন, তোমার যা কিছু প্রয়োজন তা আল্লাহর কাছে চাও। যদিও তা একটি জুতার ফিতাও হয়ে থাকে। কারণ আল্লাহ যদি তোমার জন্য এটি সহজ না করেন তাহলে এটি পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। -জামে তিরমিজি

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা তোমাদের সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তাহলে তাও তার কাছেই চাইবে। এমনকি লবণও তার কাছেই চাইবে। -জামে তিরমিজি

সকল প্রয়োজন পূরণে চাইতে হবে আল্লাহর নিকটে, রিজিকের জন্যও চাইতে হবে আল্লাহর নিকট। ছোট প্রয়োজন বড় প্রয়োজন কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ সবই চাইতে হবে অসীম ক্ষমতাবান আল্লাহর কাছে। কারণ ছোট হোক কিংবা বড় সব চাওয়া পাওয়া পূরণের ক্ষমতা একমাত্র আল্লাহরই। বান্দার জন্য যা বরাদ্দ তা আল্লাহই করে থাকেন। দুনিয়ার কারো কাছে চেয়ে সেই বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। আল্লাহ যদি কিছুই বরাদ্দ না রাখেন তাহলে দুনিয়ার কারো কাছে শতবার চাইলেও সামান্য দানা পরিমাণ বরাদ্দও কেউ দিতে পারবে না। তাই সব বিষয়ে চাইতে হবে আল্লাহরই কাছে।

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করবে এবং যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহরই সাহায্য চাইবে। আর জেনে রাখো, যদি সব সৃষ্টি একত্রিত হয় তোমার কল্যাণ করতে তবে আল্লাহ তোমার জন্য যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো কল্যাণ তারা তোমার জন্য করতে পারবে না। এবং যদি সকল সৃষ্টি তোমার ক্ষতি করতে একত্রিত হয় তবে আল্লাহ তোমার বিরুদ্ধে যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোন ক্ষতি তারা তোমার করতে পারবে না। -জামে তিরমিজি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিতের ঘোষণা

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বৈঠক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারকেলের দাম চড়া

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা