ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারকেলের দাম চড়া

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারকেলের দাম চড়া। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে নাড়ু-মোয়া তৈরির প্রচলন দীর্ঘদিনের। বাড়ির নারীরা নানা প্রকারের নাড়ু-মোয়া তৈরি করে স্বজনের বাড়িতে পাঠিয়ে থাকেন। এ সময় অতিথি আপ্যায়নের প্রধান উপকরণ নাড়ু-মোয়া। তবে এবার নাড়ু-মোয়া তৈরিতে ভাটা পড়েছে। কারণ, এক সপ্তাহের ব্যবধানে নাড়ু তৈরির অন্যতম অনুষঙ্গ নারকেলের দাম প্রতি জোড়ায় ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে।

কয়েক দিন আগেও জেলার সিরাজগঞ্জ বড় বাজার, পিপুলবাড়িয়া, ছোনগাছা, সলঙ্গা, চন্দাইকোনা সহ বিভিন্ন হাট বাজারে বড় আকারের প্রতি জোড়া নারকেল বিক্রি হয়েছে ৪০০ টাকায়। এক সপ্তাহ আগে যা বিক্রি হয়েছে ৩২০ টাকায়।

একইভাবে মাঝারি আকারের প্রতি জোড়া ২৩০ টাকার স্থলে ৩০০ টাকায়। ছোট আকারের প্রতি জোড়া নারকেল বিক্রি হয়েছে ১৬০ টাকার স্থলে ২২০ টাকায়। সিরাজগঞ্জ শহরে নারকেল কিনতে আসা কৃষক দীপায়ন ভৌমিক জানান, পূজায় নারকেল না হলে চলে না। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। এক সপ্তাহ আগেও নারকেলের এত দাম ছিল না।

আরও পড়ুন

বিভিন্ন বাজারের নারকেল বিক্রেতা হাসমত আলী বলেন, আগে চাঁচকৈড়, সলঙ্গা, হান্ডিয়াল, শরৎ নগরের সাপ্তাহিক হাটসহ এলাকার বিভিন্ন মোকাম থেকে পাইকারি দরে নারকেল কিনতাম। এসব এলাকায় এখন তেমন গাছ নেই। ফলনও কমে গেছে। বর্তমানে পাবনা, নাটোর, রাজশাহী থেকে নারকেল এলেও চাহিদার তুলনায় কম। তাই দাম বেড়ে গেছে।

কামারখন্দের জামতৈল গ্রামের গৃহিণী মালতী রানী দাস জানান, দুর্গাপূজা তো বছরে একবারই আসে। আর অতিথি আপ্যায়নে বাঙালি সনাতন পরিবারে পূজার সময় নাড়ু, মুড়ি, খই ছাড়া ভাবা যায় না। তাই নারকেলের দাম বাড়লেও কিনতে হয়। তবে পরিমাণে কম কিনতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে- ড. ইউনূস

বাংলাদেশিদের জন্য যেসব দেশের ভিসা সহজে মিলছে না

বুধবার সিলেট যাবেন এম এ মালেক

৮৫ সহকারী সচিবকে পিএসসিতে সংযুক্তি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল হাসপাতালে ভর্তি

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান নাগরিকের কারাদণ্ড