ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ায় স্কুল ছাত্র ফাহিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ায় স্কুল ছাত্র ফাহিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শহরের কলোনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত স্কুল ছাত্র ফাহিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া শহরের ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া পলিটেকনিক সংলগ্ন রাস্তার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, শিক্ষক সাজেদুর রহমান সবুজ, সহিদুল ইসলাম মহব্বত, এস.এম শফিকুল ইসলাম, রবিউল আউয়াল, শামীম হোসেন, সেলিম রেজা, নিহত ফাহিমের ছোট বোন মাইশা, চাচাতো ভাই ফারহান, প্রাক্তন শিক্ষার্থী হৃদয়, বর্তমান শিক্ষার্থী লাবিব হাসান, হুমায়ুন, রাজিবুল, ইতি, জান্নাতি, খুশি প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় ফাহিমের রুহের মাগফেরাত কামনায় বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে ফাহিমের স্মরণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকারসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, কিশোর গ্যাংয়ের উপদ্রপ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সামান্য তুচ্ছ বিষয় নিয়ে খুনের মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে বিপথগামী কিশোর ও যুবকরা।

আরও পড়ুন

আইন-শৃংখলা বাহিনী এসব দুর্বৃত্তকে এখনই শক্ত হাতে দমাতে ব্যর্থ হলে ফাহিমের মতো আরও অনেক তাজা প্রাণ অকালেই ঝরে যাবে। অনেক বাবা-মা’র বুক খালি হবে। তাই ফাহিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে এমন ঘৃণ্য অপরাধ করতে আর কেউ সাহস না পায়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিগণ নিহত ফাহিমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার