ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খান গ্রেপ্তার

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার রাতে রংপুর নগরীর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে। সে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তার এড়াতে মুরাদ খাঁন এতোদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে গুলিসহ যেসব হামলার ঘটনা ঘটেছে তাতে জড়িত ছিল।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

আরও পড়ুন

এ মামলায় গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচদিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’