ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে সন্ত্রাসীদের রামদার আঘাতে কলেজছাত্র গুরুতর আহত

বগুড়ার সারিয়াকান্দিতে সন্ত্রাসীদের রামদার আঘাতে কলেজছাত্র গুরুতর আহত। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে বাড়িতে হামলা চালিয়ে তহিদ ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রকে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। তহিদ সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তহিদসহ দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমাজমি বিরোধের জেরে গত সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মৃত ছাদেক আলী প্রামানিকের ছেলে নজরুল ইসলামের (৪৬) বাড়িতে হামলা চালায় একই গ্রামের মৃত ছাবেদ উদ্দিন প্রামানিকের ছেলে ইসমাইল মিয়ার (৪০) নেতৃত্বে বেশ কয়েকজন । এ হামলায় তিনজন আহত হন।

আহতদের মধ্যে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে কলেজছাত্র তহিদ ইসলাম মাথায় এবং সাদেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪২) মুখে রামদার আঘাতে গুরুতর জখম হন। এছাড়া তহিদের বাবা জহুরুল ইসলাম সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে ছয়জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার এজাহারের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ে টানা তৃতীয়বার শীর্ষে রোনালদো, অবনতি মেসির

বিশ্বে পরমাণু শক্তিধর দেশ ৯টি, কার কাছে কত

আজ শারজাহ মাঠে মুখোমুখী আমিরাত-বাংলাদেশ

ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্লাব ছাড়ার ইঙ্গিত এমি মার্টিনেজের

৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দেয় ভারত