ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
 
গতকাল বুধবার (৩০ জুলাই ২০২৫) আনুমানিক দুপুর ০১.২৫ ঘটিকা হতে বিকাল ০৫.২৫ ঘটিকা পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি-লালবাগ বিভাগ।
 
গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ জসিম বেপারী (৪০) ২। মোঃ মোশারফ হোসেন কামাল (৩৮) ৩। মোঃ আনোয়ার হোসেন (২৫) ৪।  মোঃ আরিফ (৩৪) ৫। মোঃ আকিব (২৫) ৬। মোঃ রাসেল রানা (২৫) । এ সময় তাদের হেফাজত হতে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 
 
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ বিভাগ  জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার বিভিন্ন এলাকায় সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে মজুত রাখে এবং সহযোগীদের মাধ্যমে বিক্রি করে।
 
এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে  অভিযান পরিচালনা করে জসিম, মোশারফ ও আনোয়ারকে ৩০ জুলাই ২০২৫ দুপুর ০১.২৫ ঘটিকায় গ্রেফতার  করা হয়। এ সময় তাদের দখল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের অবস্থানের  তথ্য প্রদান করে।
 
পরবর্তীতে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধে অভিযান পরিচালনা করে একই তারিখ বিকাল আনুমানিক ০৪.০৫ ঘটিকায় হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকায় বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে রাসেল রানাকে গ্রেফতার করা হয় এবং তার দখল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
ডিবি-লালবাগ সূত্রে আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ  বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 
 
পলাতক আসামীদের গ্রেফতার ও আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার