ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

 চাঁ‘নবাবগঞ্জে আদালত চত্বরে আ’লীগ নেতাদের উপর ডিম নিক্ষেপ

ছবি : সংগৃহীত, চাঁ‘নবাবগঞ্জে আদালত চত্বরে আ’লীগ নেতাদের উপর ডিম নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০১৬ সালে বিএনপি কর্মী দু’ভাইকে গুমের অভিযোগে ২০২৪ সালে দায়েরকৃত একটি মামলার তিন আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম মারার সময় পুলিশ ছাত্রদল কর্মীদের লাঠিচার্জ ও মারধর করে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গত বুধবার সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী, আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শিবগঞ্জে বিএনপি কর্মী দু’ভাই গুমের শিকার হন বলে অভিযোগ রয়েছে পরিবারের। এ ঘটনায় ২০২৪ সালে শিবগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, আবুল কালাম আজাদ ও ইশতিয়াক সহ ৩ নেতা উচ্চ আদালতের দেয়া ৮ সপ্তাহ জামিন শেষে উচ্চ আদালতের নির্দেশনায় জেলা দায়রা জজ মো: মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এদিকে আদালতে আওয়ামী লীগ নেতাদের আসার খবরে জড়ো হয় ছাত্রদলের কিছু নেতাকর্মী।

গত বুধবার দুপুরে আদালত তাদের জামিন শুনানির জন্য অতিরিক্ত দায়রা জজ প্রথম মো: আবদুল্লাহ আল মামুনের আদালতে পাঠালে আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর আসামিদের নেয়া হয় পাশের ভবনে অবস্থিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের হাজতে। সন্ধ্যায় কারাগারে নেবার সময় ছাত্রদলের নেতাকর্মীরা আ’লীগ নেতাদের উপর ডিম ছুড়ে মারে ও স্লোগান দেয়।
 

এ সময় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের বাধা দেয় ও লাঠিচার্জ করে। এছাড়া পুলিশ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেতাউর রহমান সহ ৫ নেতাকর্মীকে কিছু সময়ের জন্য টেনে হিঁচড়ে আদালতের হাজতে ঢুকিয়ে রাখে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ কাউকে  আটক করে নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেতাউর পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্লেøাগান দেবার সময় পুলিশ বাধা দিয়ে এ কাজ করেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানিয়া নাজনীন একজন  টেকসই ফ্যাশন উদ্যোক্তা 

নিউইয়র্কে দিদারুলের জানাজায় মানুষের ঢল, পেলেন অভূতপূর্ব শ্রদ্ধা

প্রতিবন্ধী নাইছের ১৮ বছর ধরে বাবার কোলে চড়ে উচ্চতর শিক্ষা জয়ের চেষ্টা

প্রতীকী লাশ নিয়ে গাজীপুরে ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার

খাবারের জন্য ১২ কিমি হেঁটে আসা ছোট্ট আমিরকেও গুলি করল ইসরাইল