ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

ভুমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

আরও পড়ুন

ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে মানুষ। ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল ৯ হাজার মানুষের। বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০ লাখ স্থাপনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি ,দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

বগুড়ায় টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু ১২ অক্টোবর থেকে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩