এবার ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপকূলে অবৈধ মাদক বহনকারী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন, মাদক পাচাররোধে ভবিষ্যতে ভেনেজুয়েলার স্থলপথেও পদক্ষেপ নেওয়া হতে পারে। রোববার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নরফোকের নৌ স্টেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহে নৌবাহিনী কার্টেল সন্ত্রাসীদের নির্মূল করতে আমাদের মিশনকে সমর্থন করেছে। আমরা হামলা করেছি এবং এখন তাদের স্থলপথে নজর রাখছি।’ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন, হামলার জন্য প্রয়োজনীয় অনুমোদন ছিল। তিনি দাবি করেন, জাহাজটিতে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য ছিল এবং যাত্রীরা ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে শনাক্ত। তবে হামলার বিস্তারিত প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি।
রাশিয়া এবং ভেনেজুয়েলার সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ আন্তর্জাতিক জলসীমায় হামলার ফলে ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো এটিকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।
আরও পড়ুনহোয়াইট হাউসের দাবি অনুযায়ী, মাদক কার্টেলদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং অভিযান আইনসঙ্গত। তবে কিছু আইন বিশেষজ্ঞের মতে, আন্তর্জাতিক জলসীমায় সামরিক পদক্ষেপ প্রক্রিয়াগত ও আইনি দিক থেকে যথাযথ নয়।
সাম্প্রতিক হামলার ফলে কমপক্ষে চারটি অভিযান হয়েছে, যেখানে অন্তত ২১ জন নিহত হয়েছে। ট্রাম্প বলেন, ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি মাদক পাচার বন্ধ করেছে এবং এখন ‘দ্বিতীয় পর্যায়’ পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন