ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

নিজ শহরে পরিবারের সাথে বর্ষবরণ মেসির

নিজ শহরে পরিবারের সাথে বর্ষবরণ মেসির, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : একজন সাধারণ আর্জেন্টাইনের মতোই নতুন বছর বরণ করেছেন লিওনেল মেসি। নতুন বছরের রাতটা পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। মেসির সঙ্গে কাটানো সময়গুলো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো।

পুরো বিশ্ব নতুন বছর আনন্দের সঙ্গে বরণ করে নেয়। ব্যতিক্রম ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। নিজ শহর রোজারিওতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন মেসি। যদিও মেসি কোথায় বর্ষবরণ করেছেন তা না প্রকাশ করলেও, বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার রোজারিওতে আছেন তিনি। মেসি নতুন বছর উদযাপনের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করলেও, তার স্ত্রী রোকুজ্জো ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করেছেন। এছাড়াও, রোকুজ্জো তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির একটি ছবি পোস্ট করেছেন। যেখানে মেসির হাতে দেখা যায় তার পছন্দের পানীয় জারিতা।  

আরও পড়ুন

এদিকে এমএলএসের নতুন মৌসুম শুরু হবে আগামী মাসে। ইন্টার মায়ামির প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি স্পোর্টিং কেসি’র বিপক্ষে। গেল মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষস্থানে থাকলেও প্লে-অফে বাদ পড়ে যায় মায়ামি। যার ফলে শিরোপা জেতা হয়নি ক্লাবটির।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জুবাইদা রহমান

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

সীমান্তে সাদা পতাকা তুলে ভারত পরাজয় স্বীকার করেছে : পাকিস্তান

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে

‘শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না!’

২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: ভারতের পররাষ্ট্রসচিব