ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি-লাহোরের পরই ঢাকা 

দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি-লাহোরের পরই ঢাকা , ছবি: সংগৃহীত

 

বায়ুমানে এক ধাপ উন্নতি হলেও রাজধানী ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। দূষিত বাতাসের তালিকায় দিল্লি ও লাহোরের পরই অবস্থান ঢাকার।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫। বায়ুদূষণের তালিকায় সবার উপরে অবস্থান করছে ভারতের দিল্লি। কোনো শহরের বায়ুমান ৩০০ হলে, সেখানকার বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। এই ৩০০-ই আজ পেরিয়েছে দিল্লির বায়ুমান।

বায়ুদূষণের দিক থেকে বরাবরই শীর্ষ শহরের তালিকায় থাকা পাকিস্তানের লাহোর আজ রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ঘানার আক্রা এবং পাকিস্তানের করাচি।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও পড়ুন

সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার বাতাস গত দুই দিনের মতো আজও খুব অস্বাস্থ্যকর। কিছুটা দূষণ বাড়লেই এটি দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে যাবে।

দূষণের তালিকায় দুইয়ে থাকা লাহোরের বায়ুমান পরিমাপ করা হয়েছে ২৬৬। চতুর্থ অবস্থানে থাকা আক্রার বায়ুমান ২০৩ আর পাঁচে থাকা করাচির বায়ুমান ১৯৪।

বায়ুমানের দিক থেকে দূষিত শহরের তালিকায় ছয় থেকে দশে থাকা শহরগুলো হলো, আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, ভিয়েতনামের হ্যানয়, ভারতের মুম্বাই এবং ইরানের তেহরান।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন