ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বর গৃহস্থের আঙ্গিনায় পরিণত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বর গৃহস্থের আঙ্গিনায় পরিণত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে তৈরি করা গৃহস্থের আঙ্গিনা দর্শকদের নজর কাড়ছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই নান্দনিক কন্দাল ফসলের মডেল হিসাবে বানানো এই আঙ্গিনাটিকে ঘিরে কৌতুহলী মানুষের ভিড় দেখা যায়। এ দিন এই পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খালিল রাহাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ জা মু আহসান শহীদ সরকার।

মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।  মেলা চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ২০২৪ এর আওতায় গৃহস্থের বাড়ির আঙ্গিনার একটি মডেল তৈরি করা হয়। এটি বেশ আকর্ষণীয়। মেলা শুরু হতেই আগত দর্শকদের নজর কাড়ে এই আঙ্গিনা।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, উপজেলার সর্বস্তরের মানুষকে বাড়ির আঙ্গিনায় অল্প জায়গায় পরিকল্পিতভাবে কন্দাল ফসল উৎপাদনে আগ্রহী করতে মেলা অঙ্গনে এই মডেল আঙ্গিনাটি তৈরি করা হয়েছে। অল্প খরচে প্রতিটি পরিবার ইচ্ছে করলে তাদের বাড়ির জায়গা পতিত না রেখে এ ধরনের কন্দাল ফসল চাষ করতে পারেন। এতে তাদের নিজস্ব সবজির চাহিদা পূরণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ স্বাক্ষর

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

দেশের বিভিন্ন প্রান্তে রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট লক্ষ্য করা যাচ্ছে: জামায়াত আমির