দেশের বিভিন্ন প্রান্তে রাজনীতির নামে চাঁদাবাজি-লুটপাট লক্ষ্য করা যাচ্ছে: জামায়াত আমির

আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না—এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, আগামীতে যেকোনো ফ্যাসিবাদ—নতুন কিংবা পুরাতন—বুঝি না, এসবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব, সাবধান হোন, নিজেদের সামলান। না হলে জনগণই তাদের সামলাবে।
আরও পড়ুনএর আগে আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।
মন্তব্য করুন