ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : নতুন অর্থবছরের শুরুতেই প্রথমবারের মতো দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি হয়েছে। আকিজ গ্রুপ ও হাসেম ফুড নামে দু’টি কোম্পানি এসব জুস রপ্তানি করে। গত মঙ্গলবার ১০ টন ও গত বুধবার বিকেল হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ টন জুস বোঝাই একটি কাভার্ডভ্যান ভারতে প্রবেশ করে। ভারতের দিপালী এন্টারপ্রাইজ ও সুকন ড্রিংস নামের দু’টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আমদানি করছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদৌস বলেন, গত মঙ্গলবার এই বন্দর দিয়ে প্রথম ১০ টন জুস রপ্তানি হয়েছে। গত বুধবারও দুটি প্রতিষ্ঠান জুস রপ্তানি করেছে। আমাদের সাথে আরও কোম্পানি যোগাযোগ করছে বিভিন্ন পণ্য আমরা রপ্তানি করবো। গত দুইদিনে দুই ট্রাকে প্রায় ২০ টন অর্থাৎ দুই হাজার কার্টুন জুস রপ্তানি করা হয়েছে। যার রপ্তানি মূল্য প্রায় ১৮ হাজার ডলার। এসব যাচ্ছে ভারতের কলকাতায়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে অর্থবছরের শেষ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে আশার কথা হলো নতুন অর্থবছরের প্রথমদিন থেকেই ভারতে বেশ কয়টি কোম্পানির জুস রপ্তানি হচ্ছে। এটা আমাদের দেশের জন্য নিঃসন্দেহে ভালো।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ১৭ মে বেশকিছু স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় ভারত সরকার। তবে হিলি স্থলবন্দর সেই বিধিনিষেধ এর আওতামুক্ত থাকায় কোম্পানিগুলো এই বন্দর দিয়ে এসব পণ্য ভারতে রপ্তানি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে বহু হতাহত

বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা

দিনাজপুর চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু