ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ জুলাই) টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলের গুয়াদালুপে নদীর তীরে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়ে গিয়ে নিখোঁজ হয় তারা। নৌকা ও হেলিকপ্টার নিয়ে তাদের খোঁজে নামে জরুরি বিভাগ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত এই এলাকা সান আন্তোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে। প্রবল বজ্রঝড়ের সঙ্গে টানা ভারী বৃষ্টিতে সেখানে এক ফুট পর্যন্ত বৃষ্টি হয়। বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩০ হাজার মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা।

আরও পড়ুন

কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা সাংবাদিকদের জানান, বন্যার কারণে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমার মনে হয়, সবকিছু শেষ হলে সংখ্যাটা আরও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবো : নাহিদ ইসলাম

চট্টগ্রামে হজযাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে রানওয়ের মাঝপথে আটকা উড়োজাহাজ

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন 

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

ইউপি চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা