ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

সংগৃহিত,স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৈশব জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের।

ভারতের শিক্ষা মন্ত্রণালয় দেশটির কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা (কেভিএস) ও নওদয়া বিদ্যালয় সমিতিকে (এনভিএস) নির্দেশ দিয়েছে যে, তারা যেন তাদের নিয়ন্ত্রণে থাকা বিদ্যালয়গুলোতে ‘চলো জিতে হ্যাঁয়’ নামের চলচ্চিত্রটি প্রদর্শনের নির্দেশ জারি করে। চলচ্চিত্রটি মোদির জীবনের শৈশবকালীন ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত।


 
মন্ত্রণালয় ১১ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশে জানিয়েছে, বিদ্যালয়গুলোতে ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই চলচ্চিত্র দেখানো হবে।

মন্ত্রণালয়ের মতে, ‘ছোটদের চরিত্র, সেবা ও দায়িত্বের মূল বিষয়গুলো বোঝার সুযোগ দেবে। এ ছাড়া এটি নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি কেস স্টাডি হিসেবে কাজ করতে পারে এবং সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলন, সমালোচনামূলক চিন্তা-ভাবনা ও প্রেরণা অর্জনে সহায়ক হবে।’

আরও পড়ুন

নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে এই নির্দেশ জারি করা হয়েছে।


এতে বলা হয়েছে যে, মন্ত্রণালয় ‘প্রেরণা’ নামের একটি অভিজ্ঞতামূলক শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
এই কর্মসূচি ৯টি মূল মানবিক মূল্যবোধ স্বাভিমান ও বিনয়, শৌর্য ও সাহস, পরিশ্রম ও সমর্পণ, সত্যনিষ্ঠা ও শুচিতা, করুণা ও সেবা, নবচর ও জিজ্ঞাসা, বৈচিত্র্য ও একতা, শ্রদ্ধা ও বিশ্বাস, স্বাধীনতা ও কর্তব্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রেরণা কর্মসূচিটি গুজরাটের ঐতিহাসিক ভাদনার বিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে, যা ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শিক্ষাজীবন শুরু করেছিলেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা করছে ভারত

সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

টেকনাফে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ