ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকা থেকে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। 

বিজিবি সূত্র জানায়, বুধবার বিকেলে সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালাতে সক্ষম হলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

সেনপাড়া টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে এক কিশোর।

আরও পড়ুন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান ডিএমপি কমিশনারের

প্রত্যেক দলকে দলীয় প্রতীকে ভোট করতে হবে : ইসি

মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

নীলফামারীর ডোমারে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুম গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

ফরিদপুরে পেট্রোলে পুড়িয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন