সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র রাকিব হোসেন(১৪)।
জানা যায়, রাকিব উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। রাকিব সাঁতার জানতো না। নদীতে ডুবে যাওয়ার সময় তার বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও রাকিবের সন্ধান করতে পারেনি।
অবশেষে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের দুই ডুবুরি এসে গতকাল রোববার বিকেল থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, গতকাল সোমবার বেলা ৩টায় ঘটনাস্থল থেকে ২ কিলো মিটার দক্ষিণে খান সোনতলা গ্রামের পাশে রাকিবের লাশ ভেসে ওঠে।
আরও পড়ুনউল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ও দুইজন ডুবুরি চেষ্টা করেও রাকিবের সন্ধান করতে পারেননি। পরে উদ্ধার অভিযার বন্ধ ঘোষণার পর গতকাল সোমবার বেলা ৩টায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। উদ্ধারকৃত লাশ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে।
মন্তব্য করুন