ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

শরীয়তপুরে ডিবির পরিচয়ে চাঁদাবাজি, তিনজন আটক

শরীয়তপুরে ডিবির পরিচয়ে চাঁদাবাজি, তিনজন আটক

শরীয়তপুরের নড়িয়াতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করার সময় তিন ব্যক্তি গ্রেফতার হয়েছে। স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিরা পুলিশে হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পাঁচক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় সিকদার (২৩), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) এবং লক্ষীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে ইনছান আলী (২৭)।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় শরীয়তপুর শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন ফতেজঙ্গপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার। এসময় তিনি বিষুগাও এলাকায় আসলে কয়েকজন ব্যক্তি তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে থামিয়ে দেয়। তারা শাহিনের কাছে মাদক রয়েছে বলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।

আরও পড়ুন

শাহিন টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। পরে তিনি তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তার বাবা ২২ হাজার ৯০০ টাকা নিয়ে এসে চাঁদাবাজদের হাতে দেয়। এরপর টাকা নিয়ে পালানোর সময় শাহিন ও তার বাবা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে। তবে অপর একজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর জানান, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা নিশ্চিত করি যে, আটককৃতরা প্রকৃত ডিবি পুলিশ নয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ