দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ নিলিশা বাসরা (১৮ মাস) নামে এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে। আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (হাতিমারা) গ্রামের চত্বার বিলের ধারে বাঁশঝাড়ের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার জয়পুর ইউনিয়নের ঠসারমোড় (বুড়িকাঠাল) গ্রামের দিনেশ বাসরার ছেলে।
জানা যায়, গত শনিবার উপজেলার ঠসারমোড় (বুড়িকাঠাল) গ্রামের দিনেশ বাসরা তার পরিবারসহ বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (হাতিমারা) গ্রামে আত্মীয় জ্যাঠা মার্ডির বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসে। ঐদিনই সন্ধ্যা ৬টার দিকে শিশু নিলিশা নিখোঁজ হয়। পরে তাকে খোঁজ করেও আর পাওয়া যায়নি। এমতাবস্থায় আজ সোমবার (১১ আগস্ট) সকালে রুপলাল নামে এক ব্যক্তি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে তার লাশটি পড়ে থাকতে দেখে।
আরও পড়ুননবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসী সন্দেহভাজন ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন