ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা  

ছবি : সংগৃহীত,১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা  

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে ১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরিবার। এ উপলক্ষে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস টানা চলবে এই কর্মসূচি।


এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির পর আরো দুই মাস এই কর্মসূচি চলবে।’ তিনি বলেন, ‘এই কর্মসূচিতে ছয় মাসের জন্য লাগবে ১০ লাখ মেট্রিক টন চাল। প্রয়োজন হলে বিদেশ থেকে ৪ লাখ টন চাল ইনপুট (আমদানি) করা হবে।’ 

আরও পড়ুন

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষক পর্যায়ে ১ কেজি চাল উৎপাদন করতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।


এ ছাড়া নিম্নবিত্ত ভোক্তাদের জন্য আরো কম মূল্যে চাল ক্রয়ের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতবছর ৫০ লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।’ 
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান ডিএমপি কমিশনারের