ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির ‎জামিন নামঞ্জুর

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির ‎জামিন নামঞ্জুর। ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সোহরাব হোসেনের ‎জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহরাব হোসেন জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

‎লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএস আই আব্দুল হাকিম জানান, সাংবাদিক হেলাল হোসেন কবিরের মামলার প্রধান আসামি লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনকে আলালতে তোলা হয়।

পরে সেখানে তার আইনজীবি জামিন আবেদন করলে জামিনে বিরোধিতা করে জোর আপত্তি জানানো হয়। আদালত সবদিক বিবেচনা করে তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন

‎এর আগে গত ৯ আগস্ট রাত ৮টার দিকে সোহরাব ও তার সন্ত্রাসী বাহিনী মিলে সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা চালায়। হেলাল হোসেন কবিরকে তার বাড়ির সামন থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ও শ্বাসরোধে হত্যাচেষ্টাকালে ‎হেলালের মা ছেলেকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার