ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলীকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে।

আজ সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটায় জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন।

মামলা সূত্রে পুলিশ ওইদিন জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক শিবগঞ্জের দাদনচক আদিনা কলেজ এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৩) ও মো. বাবুর ছেলে মো. শিহাব(২১) নামে দুই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতদের রিমান্ডে নিলে আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে পুলিশ গতকাল রোববার রাহাতকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে পলাতক আসামি মোহাম্মদ আলীর (২২) বাড়ি থেকে মামলার বাদির মোটরসাইকেলসহ ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্য তেলের মাধ্যমে ভিটামিন এ নিশ্চিত করতে সরকার কাজ করছে : যুগ্ম সচিব শ্রাবস্তি রায়

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক

বগুড়ার কাহালুতে ছাত্র শিবিরের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার কাহালু বাজারে কীট নাশক ওষুধের দোকানে চুরির মামলায় একজন গ্রেফতার

চার দফা দাবিতে রংপুর চেম্বারসহ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান