ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বেশকিছু পণ্যে ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর

বেশকিছু পণ্যে ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর, ছবি: সংগৃহীত।

বেশকিছু পণ্যের ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পণ্যের তালিকায় রয়েছে-বিস্কুট, লবণ, সরিষা তেল, আটা, ময়দা, এলপি গ্যাস প্রভৃতি। কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে এছাড় দেওয়া হয়। আজ সোমবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করে।

এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনও সময়সীমা নেই। এছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো- বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল-জাতীয় খাদ্যশস্য। শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে যারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করেন, তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবে না।

এসব পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে কিছু বিধিবিধান মানতে হবে। যেমন-ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি করতে হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

দুপচাঁচিয়ায় অকেজো সিসি ক্যামেরাগুলো  এক বছরেও মেরামত করা হয়নি 

তানোরে মাটি খুঁড়ে মিলল ১১ লাখ টাকা

দেশে বহুমাত্রিক দারিদ্র্য হার ২৪.০৫ শতাংশ: জিইডি

শেরপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার