ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরীফ আহমেদ (১৭), সাইমুন (১৭), ছাজিম হোসেন (১৭), আমির হামজা আলফি (১৭), মাহিদুল ইসলাম সিহাব (১৭) ও মো. রায়হান (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে সজিবুর রহমান গাজী নামের এক ব্যক্তিকে ছুরি/বেনারের ভয় দেখিয়ে তিতাস খালপাড় এলাকায় পরিত্যক্ত জেনারেটর রুমের মধ্যে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
আরও পড়ুনতিনি আরো জানান, সেখানে তার কাছ থেকে মোবাইল ও বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নিয়ে সজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে সজিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে শনাক্ত করে। পরে শনিবার রাতেই ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো জানান, এরমধ্যে শরীফের দেওয়া স্বীকারোক্তি মতে মৌলভীপাড়ার আরবি চৌধুরী হাউজের ১১ তলার স্টোররুম থেকে সজিবুর রহমান গাজীর মোবাইল ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি ২ হাজার টাকা তারা খরচ করেছে বলে জানান। তারা কিশোর গ্যাং দলের সদস্য। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন