ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর একটি দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্র জানায়, প্রাইভেট কারযোগে গাঁজা বহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে ওই মাদক কারবারি কার নিয়ে পালানোর সময় সিরাজগঞ্জ সদরের পঞ্চসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই প্রাইভেট কার ঢাকা (মেট্রো-গ-১৫-৮৬১৭) আটকায়।

এরপর কারে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি মোঃ নুরুজ্জামান কমল (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তবে অপর এক আসামি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত কমল মাগুড়ার হরিন্দী এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

আরও পড়ুন

সেইসাথে কারটি জব্দ করা হয়েছে। ধৃত কমলের বিরুদ্ধে ৫টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।  গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস